প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:32 PM
আপডেট: Fri, May 9, 2025 10:21 AM

রাশিয়া আরো ভয়াবহ হামলা চালাতে পারে, সতর্ক করলেন জেলেনস্কি

ইমরুল শাহেদ: রাশিয়ার হাতে অনেক ক্ষেপনাস্ত্র আছে। ইউক্রেনের উপর আরো ভয়াবহ হামলা হতে পারে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা এই হামলা প্রতিহত করবে। শুক্রবার নবম ক্ষেপনাস্ত্র হামলার পর বাড়িঘর, হাসপাতাল এবং ধ্বংস হওয়া অবকাঠামো মেরামতের জন্য প্রকৌশলীরা নিরলস কাজ করে যাচ্ছেন এবং বিদ্যুৎ স্থাপনের চেষ্টা করছেন। বিবিসি

রুশ হামলার মূল লক্ষ্য হলো বেসামরিক অবকাঠামো। তাপমাত্রা কমছে, কোনো কোনো অঞ্চলে বরফ পড়তে শুরু করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কিয়দংশ এখনো অন্ধকারে ছিল শনিবারও। এ কথা বলেছেন, মেয়র ভিতালি ক্লিটচকো। তবে পানি সরবরাহ সংযোগ স্থাপন করা হয়েছে। 

দেশটির দ্বিতীয় বড় শহর খারকিভেও বিদ্যুৎ সংযোগ পুনস্থাপন করা হয়েছে। শুক্রবারের কয়েক দফা ক্ষেপনাস্ত্র হামলার পর শহরটি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, খারকিভের বিদ্যুৎ কাঠামোতে ৭৬টি ক্ষেপনাস্ত্র হামলা চালায়। শুধু তাই নয়, সেখানে ড্রোন হামলাও চালানো হয়েছে। 

খারকিভের মেয়র বলেছেন, শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন বাসিন্দা গণমাধ্যমকে বলেছেন, শুক্র সকাল থেকেই হামলা শুরু হয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই সব বাতিগুলো নিভতে শুরু করে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউপি সাক শুক্রবার বলেছেন, বিরতি দিয়ে রুশ হামলা চলার কারণে বিদ্যুৎ লাইন মেরামতও করা যাচ্ছে না সম্পাদনা: খালিদ আহমেদ